ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশে নিজের বিচার নিয়ে যা বললেন টিউলিপ সিদ্দিক
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিচার কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি পূর্বাচলে তার মা, ভাই ও বোনকে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ করে দিয়েছেন।
বিচার শুরুর পর নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দীর্ঘ পোস্ট দেন টিউলিপ। সেখানে তিনি নিজেকে ‘নির্দোষ’ দাবি করে এ বিচারকে ‘প্রহসন’ আখ্যা দেন এবং এটিকে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নিকে লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে উল্লেখ করেন।
টিউলিপের ভাষায়, “ঢাকায় যে বিচার চলছে, তা আসলে এক ধরনের প্রহসন। অভিযোগগুলো বানানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত এক বছরে আমার বিরুদ্ধে আনা অভিযোগের ধরণ বারবার পরিবর্তিত হয়েছে। অথচ বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ কখনও আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি কোনো আদালতের সমন বা সরকারি কোনো জবাব পাইনি।”
তিনি আরও জানান, “যদি এটি সত্যিকারের আইনি প্রক্রিয়া হতো, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বা আমার আইনজীবী দলের সঙ্গে যোগাযোগ করত, আনুষ্ঠানিক চিঠির জবাব দিত এবং তাদের কাছে থাকা প্রমাণ উপস্থাপন করত। কিন্তু তারা বরং মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সংবাদমাধ্যমে প্রচার করেছে, যা কখনও আমার কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।”
৪২ বছর বয়সী বৃটিশ এমপি আরও উল্লেখ করেন, তিনি লন্ডন সফরে থাকা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ড. ইউনূস তা গ্রহণ করেননি। টিউলিপের দাবি, শুরু থেকেই তিনি পরিষ্কার ছিলেন যে কোনো অপরাধ তিনি করেননি এবং যেকোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হলে তার জবাব দেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড