ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশে নিজের বিচার নিয়ে যা বললেন টিউলিপ সিদ্দিক

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিচার কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি পূর্বাচলে তার মা, ভাই ও বোনকে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ করে দিয়েছেন।
বিচার শুরুর পর নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দীর্ঘ পোস্ট দেন টিউলিপ। সেখানে তিনি নিজেকে ‘নির্দোষ’ দাবি করে এ বিচারকে ‘প্রহসন’ আখ্যা দেন এবং এটিকে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নিকে লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে উল্লেখ করেন।
টিউলিপের ভাষায়, “ঢাকায় যে বিচার চলছে, তা আসলে এক ধরনের প্রহসন। অভিযোগগুলো বানানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত এক বছরে আমার বিরুদ্ধে আনা অভিযোগের ধরণ বারবার পরিবর্তিত হয়েছে। অথচ বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ কখনও আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি কোনো আদালতের সমন বা সরকারি কোনো জবাব পাইনি।”
তিনি আরও জানান, “যদি এটি সত্যিকারের আইনি প্রক্রিয়া হতো, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বা আমার আইনজীবী দলের সঙ্গে যোগাযোগ করত, আনুষ্ঠানিক চিঠির জবাব দিত এবং তাদের কাছে থাকা প্রমাণ উপস্থাপন করত। কিন্তু তারা বরং মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সংবাদমাধ্যমে প্রচার করেছে, যা কখনও আমার কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।”
৪২ বছর বয়সী বৃটিশ এমপি আরও উল্লেখ করেন, তিনি লন্ডন সফরে থাকা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ড. ইউনূস তা গ্রহণ করেননি। টিউলিপের দাবি, শুরু থেকেই তিনি পরিষ্কার ছিলেন যে কোনো অপরাধ তিনি করেননি এবং যেকোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হলে তার জবাব দেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন