ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

'কোনো স্বৈরাচারকে টিকে থাকতে দেওয়া হবে না'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৩ ২৩:২৪:৫৬
'কোনো স্বৈরাচারকে টিকে থাকতে দেওয়া হবে না'

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশে কেউ বেশিদিন অন্যায় করে টিকে থাকতে পারে না এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগকে স্মরণ করে ফরিদা আখতার বলেন, "জুলাইয়ের শহীদ-আহতের উপহার এই নতুন বাংলাদেশ, এই রাষ্ট্রকে রক্ষা করাই হবে আমাদের প্রতিদিনের অঙ্গীকার। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।"

আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা বলেন, "অন্যায়ের বিরুদ্ধে এই ঐতিহাসিক আন্দোলনে কমবয়সী শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চোখে পড়ার মতো।" তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে এত বড় অন্যায়-অত্যাচার এবং হতাহতের ঘটনা আগে কখনো ঘটেনি।

দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গ্রামীণ নারী ও জেলেরা দেশের জন্য অপরিসীম অবদান রাখছেন। যে নারীরা গরু-ছাগল পালন করে সন্তানের লেখাপড়ার খরচ জোগান এবং যে জেলেরা কঠোর পরিশ্রম করে মাছ জোগান, তাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করে তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতে হবে।

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জিনাত ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোকছেদুর রহমান আবির, কলেজের অধ্যক্ষ ড. মোস্তারি আহমেদ এবং মায়ের ডাকের যুগ্ম সমন্বয়ক মো. মুশফিকুর রহমান জোহান।

আলোচনা সভা শেষে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত