ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
এনসিপি সরকারের অংশ নয়, তবু পাচ্ছে রাষ্ট্রীয় প্রটোকল: খোকন

এনসিপি সরকারে না গেলেও রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, ‘এনসিপি সরকারে না গিয়েও তারা সকল সুযোগ-সুবিধা নিচ্ছে, বিভিন্ন অফিসে গিয়ে প্রটোকল ও সুযোগ-সুবিধা গ্রহণ করছে এবং দেশের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করছে।’
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে এনসিপি সংস্কারের দাবি করছে, কিন্তু বিএনপি ইতিমধ্যেই ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই ৩১ দফার মধ্যে সব ধরনের প্রয়োজনীয় সংস্কারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের জন্য নিরলস সংগ্রাম করেছে। অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।’
তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এই দেশের আসল মালিক জনগণ। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। ইতিমধ্যেই অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে, তবে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন সম্ভব হবে।’
খোকন বলেন, ‘আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু এনসিপি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি স্থগিত করেছে।’
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, সদস্য কাজী হুমায়ুন কবির, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোকন উদ্দিন মিঞা, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমূখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি