ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সাদাপাথর লুট: প্রশাসনকে দায়ী করল দুদক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৩ ২১:৩৪:৫৪
সাদাপাথর লুট: প্রশাসনকে দায়ী করল দুদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘সাদাপাথর’ থেকে শত শত কোটি টাকার পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের দায়িত্বে অবহেলাকে দায়ী করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শনের পর দুদক জানায়, এই প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের আরও সতর্ক ও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন ছিল।

বুধবার দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি দল সাদাপাথর এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে দলের নেতৃত্ব দেওয়া দুদকের উপ-পরিচালক রাফি মো. নাজমুস সাদাত সাংবাদিকদের বলেন, "এই প্রাকৃতিক সম্পদ রক্ষার মূল দায়িত্ব ছিল স্থানীয় প্রশাসনের। তাদের আরও সতর্ক ও কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল।" তিনি আরও বলেন, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোরও এই লুটপাট প্রতিরোধে এগিয়ে আসা প্রয়োজন ছিল।

দুদকের এই কর্মকর্তা বলেন, নজিরবিহীন এই লুটপাটের কারণে রাষ্ট্র শত শত কোটি টাকার সম্পদ হারাচ্ছে এবং পর্যটকরা এখানে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাফি মো. নাজমুস সাদাত জানান, এই লুটপাটের সঙ্গে স্থানীয় প্রভাবশালী, ব্যবসায়ী এবং উচ্চপর্যায়ের ব্যক্তিরা জড়িত বলে তারা তথ্য পেয়েছেন। আশপাশের স্টোন ক্রাশারগুলোতে এই পাথর ব্যবহার করা হচ্ছে।

তিনি নিশ্চিত করেন যে, এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদনের ভিত্তিতে নির্দেশনা অনুযায়ী, এই লুটপাটের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত