ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
পিআর পদ্ধতির জন্য বাংলাদেশ প্রস্তুত নয়: রিজভী
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের দুর্বল অর্থনীতিতে এই ব্যবস্থা টেকসই হবে না এবং এটি কেবল জটিলতা সৃষ্টি করবে।
বুধবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, "আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনও যেতে পারিনি। এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে বাংলাদেশ ততটা প্রস্তুত না। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।" তার মতে, এই ব্যবস্থার প্রস্তাবে স্বচ্ছতার অভাব রয়েছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।
সংবাদ সম্মেলনে রিজভী সাম্প্রতিক কিছু আলোচিত বিষয় নিয়েও কথা বলেন। চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, ওই চিকিৎসকের কাছ থেকে কেউ চাঁদাবাজি করেনি। রিজভীর ভাষ্যমতে, "নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তার ওপর কেউ হামলা করেনি, তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।"
এছাড়া, রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। দেশে চলমান "মব কালচার" বা গণপিটুনির সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।" তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
রিজভী আওয়ামী লীগের শাসনামলে ফারমার্স ব্যাংকে (বর্তমান পদ্মা ব্যাংক) প্রায় দুই হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলে সেই টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
দলের ভাবমূর্তি রক্ষায় তাদের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বিএনপির বা এর অঙ্গসংগঠনের নামে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কারের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড