ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
পিআর পদ্ধতির জন্য বাংলাদেশ প্রস্তুত নয়: রিজভী
-1.jpg)
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের দুর্বল অর্থনীতিতে এই ব্যবস্থা টেকসই হবে না এবং এটি কেবল জটিলতা সৃষ্টি করবে।
বুধবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, "আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনও যেতে পারিনি। এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে বাংলাদেশ ততটা প্রস্তুত না। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।" তার মতে, এই ব্যবস্থার প্রস্তাবে স্বচ্ছতার অভাব রয়েছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।
সংবাদ সম্মেলনে রিজভী সাম্প্রতিক কিছু আলোচিত বিষয় নিয়েও কথা বলেন। চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, ওই চিকিৎসকের কাছ থেকে কেউ চাঁদাবাজি করেনি। রিজভীর ভাষ্যমতে, "নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তার ওপর কেউ হামলা করেনি, তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।"
এছাড়া, রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। দেশে চলমান "মব কালচার" বা গণপিটুনির সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।" তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
রিজভী আওয়ামী লীগের শাসনামলে ফারমার্স ব্যাংকে (বর্তমান পদ্মা ব্যাংক) প্রায় দুই হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলে সেই টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
দলের ভাবমূর্তি রক্ষায় তাদের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বিএনপির বা এর অঙ্গসংগঠনের নামে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কারের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ