ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
ড্রোন প্রযুক্তি শিখতে চীনে যাচ্ছেন ১১ বাংলাদেশি তরুণ
ড্রোন শো বা প্রদর্শনীর অত্যাধুনিক শিল্প ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিতে ১১ জন বাংলাদেশি তরুণ চীন সফরে যাচ্ছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ঘোষণা অনুযায়ী, এই উদ্যোগটি চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে।
বুধবার (১৩ আগস্ট) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সহযোগিতার অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, "আমরা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনে প্রশিক্ষণ নিতে যাওয়া ১১ তরুণকে সংবর্ধনা দিয়েছি। তারা সেখানে ড্রোন প্রদর্শনীর শিল্প ও প্রযুক্তি শেখার সুযোগ পাবেন।" এই পুরো সফরের পৃষ্ঠপোষকতা করছে চীনা দূতাবাস। সাংহাই ভিত্তিক প্রতিষ্ঠান 'ক্রোস্টারস' এই প্রশিক্ষণের জন্য কারিগরি সহায়তা প্রদান করবে।
উপদেষ্টা আরও জানান যে, চীনের সাথে সাংস্কৃতিক সহযোগিতা অব্যাহত থাকবে। খুব শীঘ্রই দেশের প্রখ্যাত চিত্রশিল্পীদের শিল্পকর্ম পুনরুদ্ধারের (রিস্টোরেশন) ওপর প্রশিক্ষণ নিতে আরও একটি দল চীন সফর করবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষিত তরুণেরা দেশের শিল্পকর্ম সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চীন ও বাংলাদেশের মধ্যে ঐতিহ্য সংরক্ষণ এবং জাদুঘর ব্যবস্থাপনার ক্ষেত্রেও সহযোগিতা প্রসারিত হচ্ছে। উপদেষ্টা আশা করেন, ভবিষ্যৎ সরকার এই চলমান সহযোগিতামূলক কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে একটি সফল ড্রোন প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য এই বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। এক মাসব্যাপী এই প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড