ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

জি এম কাদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টির নতুন নেতৃত্বের দাবি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৩ ১৬:২৩:১৯
জি এম কাদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টির নতুন নেতৃত্বের দাবি

জাতীয় পার্টির নেতৃত্বে বিভক্তি এবার আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হয়েছে। দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে বাদ দিয়ে নতুন কমিটির স্বীকৃতি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার নেতৃত্বাধীন অংশ।

গত রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই চিঠি জমা দেওয়া হয়। তার আগের দিন শনিবার গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির দশম কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে সারাদেশ থেকে আসা প্রায় পাঁচ হাজার কাউন্সিলরের অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

চিঠিতে নবনির্বাচিত কমিটির চারজনের নাম নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। তারা হলেন— চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।

এই অংশটি নিজেদের জাতীয় পার্টির মূল ধারা দাবি করছে এবং তাদের কাউন্সিলকে গঠনতান্ত্রিকভাবে বৈধ বলছে। একইসঙ্গে দলীয় প্রতীক ‘লাঙ্গল’ ব্যবহারের অধিকার নিজেদেরই আছে বলেও দাবি করেছে তারা। তবে চিঠিতে বিষয়টির নিষ্পত্তি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত ৭ জুলাই জি এম কাদের আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুসহ ১০ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। পরে ওই নেতারা আদালতে গেলে ৩১ জুলাই জি এম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত।

এই অবস্থার মধ্যে বিদ্রোহী নেতারা জি এম কাদেরকে বাদ দিয়ে দশম জাতীয় কাউন্সিল করেন এবং নতুন নেতৃত্ব নির্বাচন করে কমিশনকে তা অবহিত করেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কমিশনে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিই নিবন্ধিত দল হিসেবে বিবেচিত। তবে নতুন আবেদন উপস্থাপন হলে কমিশন তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত