ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের জয়: ৩৪ বছরের অপেক্ষার অবসান

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ১৩ ১৫:৫৭:৩১
ওয়েস্ট ইন্ডিজের জয়: ৩৪ বছরের অপেক্ষার অবসান

ত্রিনিদাদে সবুজ গালিচায় লেখা হলো নতুন ইতিহাস। দীর্ঘ ৩৪ বছর পর আবারও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের নির্ধারণী ম্যাচে ২০২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবীয়রা।

এই জয়ের মধ্য দিয়ে ১৯৯১ সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করলো ওয়েস্ট ইন্ডিজ। সেবার রিচি রিচার্ডসনের নেতৃত্বে ২–০ ব্যবধানে জিতেছিল তারা। এরপর কেটে গেছে তিন দশকেরও বেশি সময়। মাঝে ছিল অনেক ব্যর্থতা, হতাশা আর হারিয়ে যাওয়া গৌরব। এবার সেই গৌরব ফিরিয়ে আনার পথে আলো দেখালো শেই হোপের নেতৃত্বাধীন দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শেই হোপ খেলেন অনবদ্য ইনিংস—৯৪ বলে অপরাজিত ১২০ রান, যেখানে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। সপ্তম উইকেটে জাস্টিন গ্রেভসের সঙ্গে মাত্র ৫০ বলে গড়া ১১০ রানের জুটিতে গতি পায় ইনিংস। গ্রেভস ২৪ বলে করেন ৪৩ রান। নির্ধারিত ৫০ ওভারে ক্যারিবীয়রা সংগ্রহ করে ৬ উইকেটে ২৯৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ২৩ বছর বয়সি পেসার জেইডন সিলস বল হাতে যেন ঝড় তুললেন। মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।গুদাকেশ মোতি ২টি ও রোস্টন চেজ ১টি উইকেট নেন। পাকিস্তান থামে মাত্র ৯২ রানে, ২৯.২ ওভারে।

এই জয় ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে চতুর্থবার ২০০ বা তার বেশি রানের ব্যবধানে জয়। পূর্ণ সদস্য দলের বিপক্ষে একমাত্র বড় জয় ছিল ২০১৪ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৩ রানে।এই ম্যাচে হোপ হন ম্যাচসেরা আর ১০ উইকেট নেওয়া জেইডন সিলস হন সিরিজ সেরা।

এই জয় পরিসংখ্যান নয়, বরং ক্যারিবীয় ক্রিকেটের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা—একটি হারানো ইতিহাসের পুনর্জন্ম।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত