ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

প্লট দুর্নীতিতে শেখ হাসিনা পরিবার: প্রশ্ন ও উত্তাপ একসঙ্গে

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৩ ১৩:০৮:২৫
প্লট দুর্নীতিতে শেখ হাসিনা পরিবার: প্রশ্ন ও উত্তাপ একসঙ্গে

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর মোড় নিয়েছে মামলাগুলো। সদ্য আদালতে গঠিত অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল, এবং বোন শেখ রেহানাসহ পরিবারের একাধিক সদস্যকে আসামি করা হয়েছে।

গত ৩১ জুলাই, ঢাকার দুইটি বিশেষ জজ আদালত দুর্নীতির পৃথক ছয় মামলায় মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এতে শেখ হাসিনার পাশাপাশি তার পরিবার সদস্যদের নাম উঠে আসে।

এরপর ১১ আগস্ট, পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত তিনটি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু করে আদালত। এতে অভিযুক্তদের তালিকায় আরও নাম যুক্ত হয়—টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান সিদ্দিক, এবং বোন আজমিনা সিদ্দিক রূপন্তী।

শুধু তাই নয়, দুদক (দুর্নীতি দমন কমিশন) ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত বিষয়ে। অভিযোগ অনুযায়ী, এই প্লটগুলো বরাদ্দে উচ্চপদস্থ প্রভাব খাটানো হয়েছে, যা দুর্নীতির গভীর ছায়া ফেলে দিয়েছে।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন।

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইতোমধ্যে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তার দাবি, "আমি মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সমন পাইনি। পুরো প্রক্রিয়াটি ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত।"

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসব মামলা শুধুই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নয়, এর পেছনে রাজনৈতিক পালাবদলের চাপা বার্তা লুকিয়ে থাকতে পারে।

প্রশ্ন উঠেছে—এটা কি শুধুই আইনগত লড়াই, নাকি বড় কিছুর শুরু? পরবর্তী শুনানি ও তদন্তে কি উন্মোচিত হবে আরও বিস্ফোরক তথ্য?

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত