ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

স্ত্রীকে নিয়ে ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৩ ১২:০২:২৮
স্ত্রীকে নিয়ে ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম চোখের সমস্যার চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন। তারা বুধবার (১৩ আগস্ট) সকাল ১১:১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে, গত ১০ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য একসঙ্গে সিঙ্গাপুরে যান। মির্জা ফখরুল সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লিনিকে এবং তার স্ত্রী সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন বলে শায়রুল কবীর খান জানিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত