ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
প্রচলিত রাজনীতির পরিবর্তন চায় জনগণ: তারেক রহমান
.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ এখন আর স্লোগাননির্ভর রাজনীতি চায় না, তারা চায় গঠনমূলক পরিবর্তন ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা। প্রচলিত রাজনৈতিক ধারার দিন ফুরিয়ে এসেছে—এখন সময় ভবিষ্যতের জন্য কার্যকর কৌশল ও প্রতিশ্রুতি বাস্তবায়নের।
মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনায় তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
তারেক রহমান বলেন,
“প্রচলিত যে স্লোগাননির্ভর রাজনীতি, তার সময় কিন্তু ফুরিয়ে এসেছে। জনগণ এখন চায় একটা মৌলিক পরিবর্তন। চায় এমন একটি রাজনৈতিক ধারা, যা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ঘটাবে। বিএনপি প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নে বিশ্বাস করে।”
তিনি জানান, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, বরং মানুষের অধিকার, স্বাধীনতা এবং আত্মমর্যাদার জন্য রাজনীতি করে। তারেক রহমান বলেন, বর্তমান প্রজন্ম, বিশেষ করে যুবসমাজ হতাশ, তারা কর্মসংস্থান, স্বচ্ছতা, ন্যায়বিচার ও অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা চায়। বিএনপি সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রস্তুত।
তিনি বলেন,
“দেশের যুবসমাজ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। তাদের মেধা ও মননকে কাজে লাগিয়েই আমরা একটি নতুন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়তে চাই। তাই আমরা আগামী দিনের জন্য এমন একটি রোডম্যাপ তৈরি করেছি যেখানে যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে।”
তারেক রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। তিনি বলেন,
“এই অবস্থা থেকে উত্তরণে জনগণের সমর্থন নিয়ে বিএনপি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটাতে চায়।”
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন,
“আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ধানের শীষে ভোট দিলে, আমরা দেশ গড়বো মিলেমিশে।”
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তারা তরুণ প্রজন্মের জন্য দলটির কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তার রাজনৈতিক কর্মসূচি ও বার্তা আরও সংগঠিত করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা এই দলটি এবার তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে রাজনৈতিক পট পরিবর্তনের রূপরেখা তৈরি করতে চাইছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ