ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
মালয়েশিয়ার শ্রমবাজারে আরও কর্মী পাঠানোর আশা ইউনূসের
মালয়েশিয়ার শ্রমবাজারে আরও অধিকসংখ্যক বাংলাদেশি কর্মীর কাজের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে কুয়ালালামপুরে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি।
এর আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি সহযোগিতামূলক নোট বিনিময় হয়।প্রধান উপদেষ্টা বলেন, “বিপুলসংখ্যক বাংলাদেশি মালয়েশিয়ায় কর্মরত। তারা উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবারের জীবনমান উন্নয়ন, সন্তানের লেখাপড়া ও শিক্ষায় সহায়তা করছেন। আমরা আশা করি, বাংলাদেশের তরুণ-তরুণীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে আরও সুযোগ খোলা থাকবে।”
মালয়েশিয়ার জনগণের সহানুভূতিশীল আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশি কর্মীদের সঙ্গে এখানকার মানুষ পরিবার ও বন্ধুর মতো আচরণ করে, যা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শেখার সুযোগ তৈরি করে। দেশে ফিরে গিয়ে তারা নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারছে।”
এ সময় মালয়েশিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ইউনূস বলেন, “বাংলাদেশকে আমরা একটি উৎপাদনকেন্দ্রে পরিণত করতে চাই। আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন, প্রযুক্তি আনুন এবং আমাদের মানবসম্পদকে কাজে লাগিয়ে পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে রফতানি করুন।”
তিনি জানান, একটি টেকসই অর্থনীতি গঠনের লক্ষ্যে বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগের জন্য উন্মুক্ত করা হয়েছে।
গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে ইউনূস বলেন, “স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনগণ রাস্তায় নেমেছিল। সে আন্দোলনের মুখে স্বৈরশাসক বিদায় নিয়েছে। ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনরুদ্ধার করতে আমরা আন্তর্জাতিক সহযোগিতা খুঁজছিলাম, সেসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের পাশে দাঁড়ান, সাহস ও সমর্থন দেন।”
তিনি বলেন, “এক বছরের মাথায় এসে দেশে আমরা শৃঙ্খলা ফিরিয়েছি, অর্থনীতি পুনরুদ্ধার করেছি এবং ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করেছি। সে কারণেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে পারছি।”
রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ান (ASEAN) জোটে বাংলাদেশের সদস্যপদ পাওয়ার বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন প্রধান উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের বিদ্যমান চমৎকার সম্পর্কের প্রশংসা করেন এবং বলেন, এই সম্পর্ক দুই দেশের জনগণের ভাগ্যোন্নয়নে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড