ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ড. ইউনূসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার অধিকার নেই: ফরহাদ মজহার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১২ ১৬:২৭:২২
ড. ইউনূসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার অধিকার নেই: ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার কোনো সাংবিধানিক বা রাজনৈতিক অধিকার নেই। তার মতে, ড. ইউনূস শেখ হাসিনার সংবিধানের অধীনে একজন উপদেষ্টা মাত্র, গণ-অভ্যুত্থানের নেতা নন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।ফরহাদ মজহার বলেন, এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনই সবচেয়ে জরুরি, যার মাধ্যমে জনগণ নতুন রাষ্ট্রব্যবস্থার রূপরেখা নির্ধারণ করবে।

তিনি বলেন, শেখ হাসিনার তথাকথিত ‘ফ্যাসিবাদী সংবিধান’ বাদ দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা সময়ের দাবি, যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার থাকবে।

আলোচনায় তিনি উল্লেখ করেন, ছাত্ররা যখন ঘোষণাপত্র দিতে চেয়েছিল, তখন সরকার তা প্রত্যাখ্যান করেছিল। ফলে এই গণ-অভ্যুত্থান সাংবিধানিক প্রতিবিপ্লবের মধ্যেই আটকে গেছে। ব্যর্থতা এলে নতুন করে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে বলে মত দেন তিনি।

ফরহাদ মজহার বলেন, “আমরা জাতীয় সরকারের কথা বলেছি, শেখ হাসিনার সংবিধান ফেলে দিয়ে নতুন বাংলাদেশ গঠনের কথা বলেছি।”

তিনি বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, “আপনারা কেন গণঅভ্যুত্থানের বদলে সংবিধান টিকিয়ে রাখতে চাইলেন? জিয়াউর রহমান কি এই সংবিধান চেয়েছিলেন? খালেদা জিয়াও বলেছিলেন সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের আগেই গণপরিষদ নির্বাচন প্রয়োজন, যেখানে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও জনগণের ক্ষমতা নিশ্চিত করা হবে। সেই সঙ্গে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানা

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত