ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ইভিএম বাতিল, ‘না’ ভোট ফিরিয়ে আনা হলো: নির্বাচন কমিশন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১১ ১৯:৩১:০২
ইভিএম বাতিল, ‘না’ ভোট ফিরিয়ে আনা হলো: নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরণের পরিবর্তনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি আজ সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, "জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।"

এছাড়া এবার নির্বাচনে ‘না’ ভোটের সুযোগ পুনরায় চালু করা হয়েছে এবং নির্বাচনের ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করেছে ইসি।সানাউল্লাহ আরও জানান, জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ড মোতায়েন করা যেতে পারে।

তিনি আরও বলেন, কোনো প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য পাওয়া গেলে নির্বাচিত হওয়ার পরেও —তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে কমিশন।ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীরা ভোটকেন্দ্রের ভেতরে থাকতে পারবেন, তবে গণনার মাঝপথে বাইরে যাওয়া যাবে না বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার।

নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এসব পদক্ষেপ নিয়েছে ইসি বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত