ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলের গাজা হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ১১ ১৬:৪২:৪৩
ইসরায়েলের গাজা হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সুরক্ষা সংগঠন ‘দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে তাদের সংবাদকর্মীদের তাঁবুতে এই হামলা চালানো হয় বলে জানা যায়।

তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে নিহত সাংবাদিকরা হামাসের সদস্য ছিলেন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিলেন, অথচ সিপিজে এই দাবিকে ভিত্তিহীন ও প্রচলিত প্রবণতা হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি সাংবাদিকদের উদ্দেশ্য করে হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতার বিরুদ্ধ বলেছে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আইডিএফ কর্তৃক কমপক্ষে ১৭৮ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার তথ্যও সিপিজের প্রতিবেদনে উঠে এসেছে। আল জাজিরার নির্বাহী প্রযোজক জন লরেন্স বলেন, গাজার সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে কাজ করতেন এবং তাদের হত্যা যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন।

এ হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার মহলে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত