ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ইসরায়েলের গাজা হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সুরক্ষা সংগঠন ‘দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে তাদের সংবাদকর্মীদের তাঁবুতে এই হামলা চালানো হয় বলে জানা যায়।
তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে নিহত সাংবাদিকরা হামাসের সদস্য ছিলেন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিলেন, অথচ সিপিজে এই দাবিকে ভিত্তিহীন ও প্রচলিত প্রবণতা হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি সাংবাদিকদের উদ্দেশ্য করে হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতার বিরুদ্ধ বলেছে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আইডিএফ কর্তৃক কমপক্ষে ১৭৮ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার তথ্যও সিপিজের প্রতিবেদনে উঠে এসেছে। আল জাজিরার নির্বাহী প্রযোজক জন লরেন্স বলেন, গাজার সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে কাজ করতেন এবং তাদের হত্যা যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন।
এ হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার মহলে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন