ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
চাঁদা বিতর্কে এনসিপি নেতা, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নোটিশ
.jpg)
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করার জন্য পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।গত রবিবার (১০ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, “গত ১০ আগস্ট দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ভিডিও দেখে এনসিপি, চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে যে, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।”
একই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হওয়ার দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন ও আফতাব হোসেন রিফাতের মধ্যে একটি মেসেঞ্জার কলে চট্টগ্রাম বন্দর আন্দোলন বন্ধে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার বিষয়ে কথোপকথন চলছে।
ভিডিওতে আফতাব নিজাম উদ্দিনকে প্রশ্ন করেন, “যদি মীর ভাইরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?” উত্তরে নিজাম বলেন, “আন্দোলন বন্ধ করাব। তোমাকে টাকা দিয়েছে?” আফতাব ‘হ্যাঁ’ বলেন। এরপর নিজেদের মধ্যে পাঁচ লাখ টাকা নেওয়ার কথা এবং আরও টাকা চাওয়ার পরিকল্পনার কথাও উঠে আসে।
নিজাম উদ্দিন বলেন, “তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না। নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে কিছু একটা দিয়ে দিলাম।” আফতাব তখন জিজ্ঞাসা করেন, “কত?” নিজাম উত্তর দেন, “টেন।” অর্থাৎ দশ লাখ টাকা। এরপর নিজাম বলেন, “ওনাদের কাছে এত ছোট ডিমান্ড করছ কেন? তুমি বিষয়টা আমাকে জানাবে না।”
দলীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নিজাম উদ্দিন এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব। অপরদিকে, আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভিডিওর বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, “ভিডিওটি সাত-আট মাস আগের। যারা ভিডিও করছে তারাই বিষয়টি পরিষ্কার করবে।”
আফতাব হোসেনও ভিডিওর সত্যতা স্বীকার করে বলেন, “বন্দরকেন্দ্রিক ইস্যু নিয়ে আমাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ঘটনা শুরু হয় মে মাসের ৩০ তারিখ থেকে। জয় আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে ২৫ থেকে ৩০ জন নিয়ে মারধর করে। এরপর নিজাম ভাইকে কল দিতে বলে। আমরা অনেক সময় দুষ্টুমি করে কথাবার্তা বলি। নিজাম ভাই ভেবেছেন আমি দুষ্টুমি করে চাঁদার কথা বলছি।”
এ ঘটনায় এনসিপির অভ্যন্তরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং দলীয় শৃঙ্খলার প্রশ্নে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন