ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ভারতের পণ্যে ৫০% শুল্ক, কঠোর বার্তা ওয়াশিংটনের

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ১১ ১৪:২৯:৪৩
ভারতের পণ্যে ৫০% শুল্ক, কঠোর বার্তা ওয়াশিংটনের

রাশিয়ার থেকে জ্বালানি পণ্য কেনা বন্ধ না করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি ভারতের বিরুদ্ধে নতুন করে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কারোপের পর বলেন , এটাই শেষ নয়— সামনে আসছে আরও কঠোর নিষেধাজ্ঞা।

স্থানীয় সময় গতকাল বুধবার (১০ আগস্ট) ওভাল অফিসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, সবে তো শুরু, সামনে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আর্থিকভাবে চাপে ফেলতেই নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে ট্রাম্প সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তিচুক্তির সময়সীমা বেঁধে দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে এই অর্থনৈতিক শাস্তিগুলো কার্যকর হবে বলে জানিয়েছিলেন তিনি।

ট্রাম্পের এই পদক্ষেপকে বলা হচ্ছে ‘সেকেন্ডারি ট্যারিফ’ বা গৌণ শুল্কারোপ। এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে যারা ব্যবসা করছে, তাদের ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে হলে তৃতীয় পক্ষগুলোকে রাশিয়া থেকে সরে আসতে হবে।

রাশিয়ার জ্বালানি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা চীন। দেশটির সঙ্গেও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছেন ট্রাম্প। তবে আলোচনা চললেও শুল্ক আরোপের হুমকি থেকে পিছিয়ে আসেননি তিনি।

ট্রাম্প বলেন, যাদের ওপর শুল্কারোপ করা হতে পারে, চীনও তাদের মধ্যে রয়েছে।

চীনের পক্ষ থেকে এরইমধ্যে প্রতিক্রিয়া এসেছে। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা বরাবরই অযৌক্তিক এবং অবৈধ। শুল্কযুদ্ধের মাধ্যমে কেউ জিততে পারে না বলেও মন্তব্য করেছেন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীন পাল্টাপাল্টি শুল্ক কার্যকর হওয়া ঠেকাতে একটি বাণিজ্যবিরতির চেষ্টায় আছে।

গত বুধবার (৬ আগস্ট) ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ নতুন করে শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর আগে থেকেই ২৫ শতাংশ পাল্টা শুল্ক চালু ছিল। ফলে এখন মোট ৫০ শতাংশ শুল্কের বোঝা পড়েছে ভারতীয় পণ্যের ওপর।

হোয়াইট হাউস জানিয়েছে, এই নতুন শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে।

এর আগে ভারতকে সরাসরি হুঁশিয়ার করে ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার তেল কিনে মস্কোর যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করছে নয়াদিল্লি। সেই অভিযোগের জের ধরেই এবার সরাসরি শুল্কের খড়গ নামিয়েছে যুক্তরাষ্ট্র।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত