ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা দাবি টিউলিপ সিদ্দিকের

২০২৫ আগস্ট ১০ ২০:৫১:৫০

রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা দাবি টিউলিপ সিদ্দিকের

যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি এবং সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি ‘রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা’।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন যে, বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়েছে।

বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি হিসেবে প্রভাব খাটিয়ে তিনি পরিবারের জন্য পূর্বাচলে জমি নিশ্চিত করেছিলেন।

অভিযোগকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে দাবি করে টিউলিপ জানান, এ বিষয়ে এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি।

তিনি বলেন, “আমি যেন এক ধরনের কাফকায়েস্ক দুঃস্বপ্নে আটকে আছি, যেখানে বিদেশে বিচার হবে অথচ আমি জানি না অভিযোগ কী।

” রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পর থেকেই তার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

টিউলিপ আরও জানান, নৈতিক মানদণ্ডবিষয়ক স্বাধীন তদন্তে তিনি অভিযোগমুক্ত হলেও সুনামের ঝুঁকি এড়াতে পদত্যাগ করেছেন। তার দাবি, “আমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলির পাঠা, কিন্তু আমি কোনো অপরাধ করিনি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত