ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
মেগা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত সরকার 'মেগা উন্নয়নের' নামে দেশজুড়ে 'মেগা দুর্নীতি'র উৎসব চালিয়েছে, যার ফলে বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি অভিযোগ করেন, এই দুর্নীতির মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। নগরের মাদ্রাসা মাঠ-সংলগ্ন ঈদগাহ রোডে আয়োজিত এই সম্মেলনে তিনি বিগত ১৭ বছরের শাসনামলের কঠোর সমালোচনা করেন।
তারেক রহমান বলেন, "একটি রাজনৈতিক দলের প্রধান কাজ হলো দেশের উন্নয়ন করা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করা। কিন্তু বিগত সরকার সেই পথে না হেঁটে দুর্নীতির মাধ্যমে দেশকে ফোকলা করে দিয়েছে।"
তিনি গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, "বাংলাদেশের সাধারণ মানুষ এই লুটপাট ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। কোনো দল বা গোষ্ঠীর একক চেষ্টায় নয়, বরং দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের মুখে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।"
বিগত সরকারের শাসনামলকে গুম, খুন ও নিপীড়নের দশক হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, "তারা শুধু দুর্নীতি করেই ক্ষান্ত হয়নি, ক্ষমতা ধরে রাখতে গুম, খুন ও হত্যার রাজনীতি শুরু করেছিল। বিরোধী মতকে দমন করতে নির্বিচারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি নিশ্চিত, এই সম্মেলনে উপস্থিত এমন কেউ নেই যিনি তাদের মিথ্যা মামলার শিকার হননি।"
তারেক রহমান দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার অভিযোগ তুলে আরও বলেন, "তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। মসজিদ কমিটির নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। একইসঙ্গে বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণের মাধ্যমে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছিল।"
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, "আমরা শুনেছি, সরকার রমজানের আগেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে এবং দেশ আবার সঠিক পথে ফিরবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড