ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

পদক হারালেন হারুন-বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১০ ১৯:১৪:০৫
পদক হারালেন হারুন-বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পলাতক হিসেবে বিবেচিত ৪০ জন পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করেছে। এই কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারও রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি ৭ আগস্ট জারি করা হলেও বিষয়টি ১০ আগস্ট জনসমক্ষে আসে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ার কারণে এই ৪০ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এরই পরিপ্রেক্ষিতে তাদের পদকগুলো প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই কর্মকর্তারা পলাতক রয়েছেন। পদক বাতিল হওয়া কর্মকর্তাদের তালিকায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, পদক প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের পদক সংক্রান্ত সমস্ত আর্থিক সুবিধা বন্ধ করা হয়েছে। এছাড়াও, ইতঃপূর্বে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। ২০১০ সাল থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন সময়ে এই কর্মকর্তাদের পদকগুলো প্রদান করা হয়েছিল। এই পদক্ষেপকে প্রশাসনের মধ্যে শুদ্ধি অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

নতুনরূপে আসছে ১০০ টাকার নোট

নতুনরূপে আসছে ১০০ টাকার নোট

দেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরতে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার (১২ আগস্ট)... বিস্তারিত