ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর, ৫ সমঝোতার সম্ভাবনা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১০ ১৮:৫০:৩৮
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর, ৫ সমঝোতার সম্ভাবনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও কর্মী নিয়োগসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জনসংযোগ) শাহ আসিফ রহমান।

তিনি জানান, এই সফরে দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চ শিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমি নিয়ে সহযোগিতার বিষয়ে তিনটি ‘নোট বিনিময়’ (Exchange of Notes) হতে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সফরের মূল আলোচ্য বিষয়:

এই সফরে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হবে। প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পাবে:

কর্মী নিয়োগ: মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ এবং অধিক সংখ্যক পেশাদার (Professionals) নিয়োগের সুযোগ সৃষ্টি।

শ্রমিকদের অধিকার: কর্মরত শ্রমিকদের সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করা।

বাণিজ্য ও বিনিয়োগ: বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতি এবং সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ আকর্ষণ।

আসিয়ান ও রোহিঙ্গা ইস্যু: আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার জন্য বাংলাদেশের আবেদন এবং ‘রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ (RCEP)’ চুক্তিতে যোগদানের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে। পাশাপাশি, রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াসহ আসিয়ান জোটের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হবে।

উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল:

প্রধান উপদেষ্টার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবে। দলে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিডার চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সফরের কর্মসূচি:

১১ আগস্ট: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

১২ আগস্ট: প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই সরকারপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। একই দিনে প্রধান উপদেষ্টা একটি বিজনেস ফোরাম এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

১৩ আগস্ট: প্রধান উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই সফর দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত