ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
আমাদের ব্যর্থতা মানে সবার ব্যর্থতা: উপদেষ্টা সাখাওয়াত
.jpg)
অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার যদি ব্যর্থ হয়, তবে সেই ব্যর্থতার দায় কেবল সরকারের একার হবে না, বরং তা হবে সকলের। তিনি প্রশ্ন তুলেছেন, যে গভর্নররা অর্থ পাচারসহ বিভিন্ন অপকর্মে জড়িত, তাঁদের বিচার যদি বর্তমান সরকার করতে না পারে, তাহলে ভবিষ্যৎ নির্বাচিত কোনো সরকার সেই বিচার করতে পারবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।
রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ উত্তরণে সরকারের সফলতা ও ব্যর্থতা’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন।
গত ১৫ বছরে দেশের আর্থিক খাতে ভয়াবহ লুটপাটের চিত্র তুলে ধরে শ্রম উপদেষ্টা বলেন, "১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার কোটি টাকা লুট করা হয়েছে। শুধু জনতা ব্যাংক থেকেই ২৪ হাজার কোটি টাকা লোপাট হয়েছে।" তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "কোথাও শুনেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পালিয়ে যান? আমাদের তিনজন গভর্নরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি 'গরিবের গভর্নর' হিসেবে পরিচিতজনও পালিয়ে গেছেন।" তিনি উল্লেখ করেন, এমনই এক সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেছে।
অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, "আমরা এক বছরে হয়তো সবকিছু পরিবর্তন করতে পারিনি। কিন্তু লক্ষ্য করে দেখুন, এখন তো আর কাউকে গুম হতে হচ্ছে না। সর্বোচ্চ বলা হচ্ছে 'ফ্যাসিবাদের দোসর'। এটাও কি একটি পরিবর্তন নয়?"
উল্লেখ্য, ক্রমবর্ধমান খেলাপি ঋণ, বিনিয়োগে মন্দা, রিজার্ভ সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির মতো কঠিন চ্যালেঞ্জের মুখে গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সিপিডি এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও ব্যাংকাররা জ্বালানি সংকট, চাঁদাবাজি এবং আর্থিক খাতের লাগামহীন দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আলোচনায় উঠে আসে দেশের খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রসঙ্গ। এর পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ব্যাংকের দুর্বল তদারকিকে দায়ী করেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির