ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
আমাদের ব্যর্থতা মানে সবার ব্যর্থতা: উপদেষ্টা সাখাওয়াত
অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার যদি ব্যর্থ হয়, তবে সেই ব্যর্থতার দায় কেবল সরকারের একার হবে না, বরং তা হবে সকলের। তিনি প্রশ্ন তুলেছেন, যে গভর্নররা অর্থ পাচারসহ বিভিন্ন অপকর্মে জড়িত, তাঁদের বিচার যদি বর্তমান সরকার করতে না পারে, তাহলে ভবিষ্যৎ নির্বাচিত কোনো সরকার সেই বিচার করতে পারবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।
রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ উত্তরণে সরকারের সফলতা ও ব্যর্থতা’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন।
গত ১৫ বছরে দেশের আর্থিক খাতে ভয়াবহ লুটপাটের চিত্র তুলে ধরে শ্রম উপদেষ্টা বলেন, "১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার কোটি টাকা লুট করা হয়েছে। শুধু জনতা ব্যাংক থেকেই ২৪ হাজার কোটি টাকা লোপাট হয়েছে।" তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "কোথাও শুনেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পালিয়ে যান? আমাদের তিনজন গভর্নরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি 'গরিবের গভর্নর' হিসেবে পরিচিতজনও পালিয়ে গেছেন।" তিনি উল্লেখ করেন, এমনই এক সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেছে।
অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, "আমরা এক বছরে হয়তো সবকিছু পরিবর্তন করতে পারিনি। কিন্তু লক্ষ্য করে দেখুন, এখন তো আর কাউকে গুম হতে হচ্ছে না। সর্বোচ্চ বলা হচ্ছে 'ফ্যাসিবাদের দোসর'। এটাও কি একটি পরিবর্তন নয়?"
উল্লেখ্য, ক্রমবর্ধমান খেলাপি ঋণ, বিনিয়োগে মন্দা, রিজার্ভ সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির মতো কঠিন চ্যালেঞ্জের মুখে গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সিপিডি এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও ব্যাংকাররা জ্বালানি সংকট, চাঁদাবাজি এবং আর্থিক খাতের লাগামহীন দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আলোচনায় উঠে আসে দেশের খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রসঙ্গ। এর পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ব্যাংকের দুর্বল তদারকিকে দায়ী করেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড