ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অসম্ভব’

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিপ্লব পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন গ্রহণ করা দেশগুলো ভালো করেছে, যেখানে দীর্ঘ সময় লেগেছে সেখানে অন্তঃকোন্দল বেড়েছে।
রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, ফ্যাসিবাদের বাজেট চালিয়ে নেওয়ার প্রয়োজন ছিল না, অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল।
বিএনপির স্থায়ী কমিটিরি এ সদস্য বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে ব্যাপক পরিবর্তন এসেছে, যা বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি টিকতে পারবে না।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বক্তব্যের মাধ্যমে বিষোদগার বন্ধ করতে হবে। গণতন্ত্র মানে অন্যের কথা শুনে সহ্য করা এবং তাদের মতকে সম্মান দেওয়া।
আমীর খসরু বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে এগিয়ে যাচ্ছে। এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো যেখানে গণতন্ত্র ধ্বংস হয়েছে, সেখান থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং জনগণের হাতে দেশের মালিকানা ফেরত দেওয়া।
তিনি আরও বলেন, ঐকমত্যের প্রচেষ্টা ভালো উদ্যোগ, যদিও আলাদা দর্শন থাকবে, তবুও সবাইকে একত্রে আসতে হবে এটা বাকশালের আদর্শ। চাপিয়ে দেওয়া কোনো পরিবর্তন টেকসই হবে না।
তিনি বলেন, এই সরকারের সময়ে বিনিয়োগ আসেনি, তবে এতে তাদের দোষ নেই। বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। দেশকে এগিয়ে নিতে সিরিয়াস ডিরেগুলেশন ও সিরিয়াল লিবারেলিজম প্রয়োজন।
সবশেষে আমির খসরু বলেন, সরকারের অনেক দায়িত্ব বেসরকারি খাতের হাতে দিতে হবে। ট্রেড বডিগুলোকে কার্যক্রম হস্তান্তর করে সরকারকে নির্ভরশীল হতে হবে। ফিজিক্যাল কন্ট্রাক্ট কমানো না হলে দুর্নীতি কমানো যাবে না। দেশে যত বেশি নিয়ন্ত্রণ (রেগুলেশন) থাকবে, ততই দুর্নীতি বাড়বে। অর্থনীতিকে গণতান্ত্রিক করতে সবার অংশগ্রহণ জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির