ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অসম্ভব’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১০ ১৫:৫৯:৪০
‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অসম্ভব’

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিপ্লব পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন গ্রহণ করা দেশগুলো ভালো করেছে, যেখানে দীর্ঘ সময় লেগেছে সেখানে অন্তঃকোন্দল বেড়েছে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ফ্যাসিবাদের বাজেট চালিয়ে নেওয়ার প্রয়োজন ছিল না, অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল।

বিএনপির স্থায়ী কমিটিরি এ সদস্য বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে ব্যাপক পরিবর্তন এসেছে, যা বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি টিকতে পারবে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বক্তব্যের মাধ্যমে বিষোদগার বন্ধ করতে হবে। গণতন্ত্র মানে অন্যের কথা শুনে সহ্য করা এবং তাদের মতকে সম্মান দেওয়া।

আমীর খসরু বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে এগিয়ে যাচ্ছে। এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো যেখানে গণতন্ত্র ধ্বংস হয়েছে, সেখান থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং জনগণের হাতে দেশের মালিকানা ফেরত দেওয়া।

তিনি আরও বলেন, ঐকমত্যের প্রচেষ্টা ভালো উদ্যোগ, যদিও আলাদা দর্শন থাকবে, তবুও সবাইকে একত্রে আসতে হবে এটা বাকশালের আদর্শ। চাপিয়ে দেওয়া কোনো পরিবর্তন টেকসই হবে না।

তিনি বলেন, এই সরকারের সময়ে বিনিয়োগ আসেনি, তবে এতে তাদের দোষ নেই। বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। দেশকে এগিয়ে নিতে সিরিয়াস ডিরেগুলেশন ও সিরিয়াল লিবারেলিজম প্রয়োজন।

সবশেষে আমির খসরু বলেন, সরকারের অনেক দায়িত্ব বেসরকারি খাতের হাতে দিতে হবে। ট্রেড বডিগুলোকে কার্যক্রম হস্তান্তর করে সরকারকে নির্ভরশীল হতে হবে। ফিজিক্যাল কন্ট্রাক্ট কমানো না হলে দুর্নীতি কমানো যাবে না। দেশে যত বেশি নিয়ন্ত্রণ (রেগুলেশন) থাকবে, ততই দুর্নীতি বাড়বে। অর্থনীতিকে গণতান্ত্রিক করতে সবার অংশগ্রহণ জরুরি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত