ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

আবারও ভাঙলো জাতীয় পার্টি, নেতৃত্বে আনিসুল মাহমুদ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১০ ১৫:২৮:৫৪
আবারও ভাঙলো জাতীয় পার্টি, নেতৃত্বে আনিসুল মাহমুদ

জাতীয় পার্টিতে ফের ভাঙন, এবার দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গঠিত হলো নতুন নেতৃত্ব। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে সভাপতি ও এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করে ঘোষিত হলো নতুন কমিটি। ঢাকায় আয়োজিত ‘দশম জাতীয় কাউন্সিলে’ গঠনতন্ত্রের ২০(১)(ক) ধারা বাতিলসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

জিএম কাদেরের অনুপস্থিতিতে হওয়া কাউন্সিলে জাতীয় পার্টি দৃশ্যত আরও দুটি ভাগে বিভক্ত হলো। কাদেরপন্থীরা এটিকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

১৯৮৬ সালে এরশাদের নেতৃত্বে গঠিত এই দল এরই মধ্যে আটবার ভাঙনের শিকার হয়েছে। বিভিন্ন সময় আলাদা হয়ে গঠিত হয়েছে জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয় পার্টি (কাজী জাফর), তৃণমূল জাতীয় পার্টিসহ আরও কয়েকটি অংশ।

কাউন্সিলে জাতীয় পার্টির অতীত ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার কথা তুলে ধরে নতুন নেতৃত্ব ‘একক মালিকানার রাজনীতি’ থেকে দলকে ফিরিয়ে আনার অঙ্গীকার করে। আওয়ামী লীগ আমলে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয়ভাবে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন নেতারা।

অন্যদিকে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ বলছে, দল ভাঙার অপচেষ্টা সফল হবে না। পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত মূলধারার জাতীয় পার্টিই টিকে থাকবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত