ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মাধ্যমে বিভক্তি সৃষ্টি করা হয়েছে: সালাহউদ্দিন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৯ ২০:৩২:৫২
মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মাধ্যমে বিভক্তি সৃষ্টি করা হয়েছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, 'মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি' করে এবং এর রাজনীতিকরণের মাধ্যমে দেশে বিভক্তি সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও 'স্বাধীনতার পক্ষ-বিপক্ষ' বলে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা হচ্ছে, যা কারো কাম্য হতে পারে না।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক গবেষণা সংস্থা সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন এই বৈঠকের আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, "মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যে বাণিজ্য হয়েছে, রাজনীতিকরণ হয়েছে, চেতনা বিক্রি করতে করতে যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।" তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সব মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করেছে। সবাই সশস্ত্র সংগ্রামে অংশ না নিলেও মানসিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং দেশের সব মানুষই স্বাধীনতার পক্ষে ছিল।

তিনি আরও বলেন, "স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদের আমরা বিভক্ত করতে চাই, তাদের মধ্যেও দেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি।"

পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এই অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, "এখানে আমাদের পার্বত্য অঞ্চল, ভারতের একটি অঞ্চল এবং মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে বৈশ্বিক কোনো কোনো শক্তির পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডকে হয়তো তারা অন্যভাবে সাজাতে চায়।"

সাম্প্রতিক কুকি-চিন ইস্যু দেশবাসী ও নিরাপত্তা বাহিনীকে চিন্তিত করেছে উল্লেখ করে তিনি বলেন, এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

সালাহউদ্দিন আহমদ অখণ্ড বাংলাদেশ এবং সবার 'বাংলাদেশি' পরিচয় ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "আমাদের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, উপজাতি ও আধা উপজাতি—সব জনসমষ্টি, সব সত্তাকে বাংলাদেশি হতে হবে একটি ঐক্যবদ্ধ জাতি তৈরিতে। সেই ঐক্যবদ্ধ জাতি, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা একাত্তরের পর চব্বিশে আবার রক্ত দিয়েছি।"

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নিরাপত্তা বিশ্লেষকরা বক্তব্য দেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত