ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

গাজীপুরে সাংবাদিক হত্যায় আরও একজন গ্রেপ্তার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৯ ১৯:৩৯:২৮
গাজীপুরে সাংবাদিক হত্যায় আরও একজন গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম (৩২) নামে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৯ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের ইটনা সদর উপজেলার পুরাতন বাজার এলাকা থেকে র‍্যাবের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, সাংবাদিক তুহিন হত্যার অন্যতম প্রধান আসামি শহিদুল ইটনা এলাকায় আত্মগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এই নিয়ে তুহিন হত্যা মামলায় এক নারীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পরিচয় শনাক্তের পর শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারও আগে গ্রেপ্তার হয় আরও চারজন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত শহিদুলকে কিশোরগঞ্জ জেলা সদরে আনা হচ্ছে এবং সন্ধ্যায় র‍্যাব ক্যাম্পে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত