ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
‘পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার সঙ্গে যুক্ত’
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যার সঙ্গে যুক্ত এবং জনগণের কাছে ধিকৃত। তিনি মন্তব্য করেন, এই নেতারা নির্বাচনে অংশ নিলে দেশব্যাপী গণরোষ সৃষ্টি হতে পারে, যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। একারণে তাদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ ভোটারদের ভূমিকাই প্রধান’ শীর্ষক এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে মঞ্জু বলেন, এবারের নির্বাচনে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। তিনি কঠোর মন্তব্য করে বলেন, যদি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারেন, তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া।
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, "ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচনের পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে।" তিনি প্রচলিত আসনভিত্তিক ভোট পদ্ধতিকে ব্যর্থ আখ্যা দিয়ে এবারের নির্বাচনে মিশ্র পদ্ধতিতে ভোট গ্রহণের প্রস্তাব করেন। তার মতে, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সমর্থনযোগ্য হলেও এতে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার ঝুঁকি রয়েছে।
নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হলে তা বন্ধ করার ক্ষমতা প্রয়োগে ব্যর্থ হলে নির্বাচন কমিশনও ব্যর্থ বলে গণ্য হবে।
ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দিক তুলে ধরে মঞ্জু বলেন, সরকারি ও বিরোধী দল মিলে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের নেওয়া সিদ্ধান্ত একটি বড় অর্জন। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে এবং তার সক্ষমতা বৃদ্ধি পাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড