ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

‘পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার সঙ্গে যুক্ত’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৯ ১৬:২৫:৫৪
‘পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার সঙ্গে যুক্ত’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যার সঙ্গে যুক্ত এবং জনগণের কাছে ধিকৃত। তিনি মন্তব্য করেন, এই নেতারা নির্বাচনে অংশ নিলে দেশব্যাপী গণরোষ সৃষ্টি হতে পারে, যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। একারণে তাদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ ভোটারদের ভূমিকাই প্রধান’ শীর্ষক এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে মঞ্জু বলেন, এবারের নির্বাচনে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। তিনি কঠোর মন্তব্য করে বলেন, যদি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারেন, তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, "ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচনের পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে।" তিনি প্রচলিত আসনভিত্তিক ভোট পদ্ধতিকে ব্যর্থ আখ্যা দিয়ে এবারের নির্বাচনে মিশ্র পদ্ধতিতে ভোট গ্রহণের প্রস্তাব করেন। তার মতে, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সমর্থনযোগ্য হলেও এতে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হলে তা বন্ধ করার ক্ষমতা প্রয়োগে ব্যর্থ হলে নির্বাচন কমিশনও ব্যর্থ বলে গণ্য হবে।

ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দিক তুলে ধরে মঞ্জু বলেন, সরকারি ও বিরোধী দল মিলে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের নেওয়া সিদ্ধান্ত একটি বড় অর্জন। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে এবং তার সক্ষমতা বৃদ্ধি পাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত