ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগের পতনে সমগ্র জাতি দম ফিরে পেয়েছে: তারেক রহমান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৯ ১৫:৩৯:২৮
আওয়ামী লীগের পতনে সমগ্র জাতি দম ফিরে পেয়েছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তিনি মন্তব্য করেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে যে বহুল প্রত্যাশিত পরিবর্তন এসেছে, তার ফলে জাতি যেন হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পারছে।

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, "এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ একটি পরিবর্তন প্রত্যাশা করে। প্রত্যেকটি মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে।" তিনি আরও বলেন, মানুষ চায় তাদের সামনের দিনগুলো যাতে ভালো হয়। বাস্তবতা হলো, রাতারাতি সবকিছু ভালো হবে না, কিন্তু সেই ভালো পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করতে হবে।

দেশের জনগণ বিএনপির কাছে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করে জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ মনে করে বিএনপি অন্তত সেই উদ্যোগ গ্রহণ করবে। তার মতে, আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির সম্ভাবনা বেশি, তাই জনগণ বিএনপির কাছে ভালো কিছু পরিবর্তনের আশা করে। তারেক রহমান বলেন, "আমাদেরকে সেই শুরুটা করতে হবে।"

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা নিয়ে প্রচলিত সমালোচনার কথা স্বীকার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় সভায় একটি কথা আসে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভেতরে চর্চা করে না। তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক-বেঠিক দুটোর মাঝামাঝি।" তিনি উল্লেখ করেন, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো একটি দলের ভেতরে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়ে ওঠেনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। আমাদের নেতারা যে পথ দেখিয়েছেন, সেই উত্তরাধিকার কন্টিনিউ (চলমান) রাখতে হবে। গণতন্ত্রের ভিত মজবুত করে গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় এবং অবশ্যই দলের ভেতরে সব পর্যায়ে গণতন্ত্র গড়ে তুলতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত