ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৯ ১১:৫৭:৩২
নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি

দেশের নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। ভোট প্রক্রিয়ায় জনগণকে পুরোপুরি কেন্দ্রবিন্দুতে নিয়ে আসাটাই একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখা একটি প্রধান চ্যালেঞ্জ হবে। নির্বাচনের সময় ঘনিয়ে এলে আশা করা যায় এই অবস্থার উন্নতি হবে।

তিনি আরও জানান, গত নির্বাচনে কিছু প্রিসাইডিং অফিসার যারা সমস্যা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।

এএমএম নাসির উদ্দিন স্পষ্ট করে বলেন, নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না বরং ১৮ কোটি মানুষের পক্ষ থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে স্বচ্ছ ও সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত