ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

‘বিশেষ অভিজ্ঞতা’র দিন, কারাগারে সাবেক উপাচার্য কলিমউল্লাহ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৮ ১৯:২১:১৭
‘বিশেষ অভিজ্ঞতা’র দিন, কারাগারে সাবেক উপাচার্য কলিমউল্লাহ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। রায়ের পর বিকেল ৫টা ৪৫ মিনিটে কলিমউল্লাহকে আদালতের হাজতখানা থেকে একটি নীল রঙের প্রিজন ভ্যানে তোলা হয়।

এ সময় দেখা যায়, প্রিজন ভ্যানে বসেই অধ্যাপক কলিমউল্লাহ তার স্বজনদের সঙ্গে কথা বলছেন। তাকে বেশ বিমর্ষ দেখা যাচ্ছিল, তবে তাকে স্বজনেরা সান্ত্বনা দিচ্ছিলেন।

প্রিজন ভ্যানে ওঠার পর অধ্যাপক কলিমউল্লাহ স্বজনদের উদ্দেশে বলেন, “আজ আমার বিশেষ অভিজ্ঞতা হলো।”একপর্যায়ে এক স্বজন তাকে বলেন, “স্যার, আপনি আপনার হাতঘড়িটা খুলে দেন।”এরপর অধ্যাপক কলিমউল্লাহ তার হাতঘড়ি খুলে প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে নিচে ফেলেন। স্বজনরা সেটি সংগ্রহ করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত