ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রবাসীদের সুখবর দিল নির্বাচন কমিশনার

২০২৫ আগস্ট ০৮ ১২:০৫:২১

প্রবাসীদের সুখবর দিল নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নিচ্ছে। এ প্রক্রিয়ায় প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক-সহ ব্যালট পেপার প্রবাসে পাঠানো হবে, যাতে সময়মতো ভোট প্রদান এবং গণনার আওতায় তা অন্তর্ভুক্ত করা যায়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এক মিটিং শেষে সংবাদিকদের এসব কথা জানান।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসী ভোটারদের ভোট দিতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেপ্টেম্বর মাস থেকে প্রবাসীদের এসব বিষয়ে অবহিত করা হবে।

মো. সানাউল্লাহ আরও বলেন, ডিসেম্বরের শুরু দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত