ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

প্রকাশ্যে সংবাদকর্মীকে হ’ত্যা, তদন্তে পুলিশ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৭ ২৩:১৬:৫৫
প্রকাশ্যে সংবাদকর্মীকে হ’ত্যা, তদন্তে পুলিশ

আসাদুজ্জামান তুহিন (৫০) নামে এক সাংবাদিককে গাজীপুরের চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এই বর্বর হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, সাংবাদিক তুহিনকে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ড ঘিরে গাজীপুরে সাংবাদিক মহলে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তুহিনের সহকর্মী ও পরিবার দাবি করছে, পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে টার্গেট করা হয়ে থাকতে পারে। তবে হত্যার পেছনে ব্যক্তিগত কোনো বিরোধ আছে কি না, তা নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

পুলিশ বলছে, হত্যাকারীর পরিচয় শনাক্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তিগত সহায়তায় তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, নিহত তুহিন একজন গণমাধ্যমকর্মী। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত