ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
নাগরিক ভোগান্তি কমাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ

দেশের নাগরিকদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কনস্যুলার দপ্তর চালু হতে যাচ্ছে। সরকারের এই উদ্যোগে প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের আর কাগজপত্র সত্যায়নের জন্য ঢাকায় আসতে হবে না, ফলে তাদের সময় ও অর্থ দুটোই বাঁচবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাই মাসে সরকারের উচ্চপর্যায়ে চট্টগ্রামে এই কনস্যুলার দপ্তর চালুর বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একজন পরিচালকের নেতৃত্বে কয়েকজন কর্মী নিয়ে এই দপ্তরের কার্যক্রম শুরু হবে।
চট্টগ্রামে প্রস্তাবিত এই আঞ্চলিক দপ্তর থেকে বিদেশগামী ও প্রবাসী নাগরিকরা প্রয়োজনীয় সব ধরনের কনস্যুলার সেবা পাবেন। এর মধ্যে রয়েছে—শিক্ষাগত সনদ, বিবাহ ও অন্যান্য আইনি সনদ, জন্মসনদসহ বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক নথি সত্যায়ন। এছাড়াও পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সহায়তা এবং প্রবাসী ও তাদের পরিবারের জন্য জরুরি সেবাও এখান থেকে প্রদান করা হবে।
মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দপ্তরটি চালুর জন্য প্রাথমিক প্রস্তুতি চলছে এবং আশা করা যাচ্ছে, খুব দ্রুতই এটি চালু করা সম্ভব হবে।
এই দপ্তর চালু হলে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি), ফেনী ও নোয়াখালী অঞ্চলের মানুষ সরাসরি স্থানীয়ভাবে সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে এসব অঞ্চলের মানুষদের সামান্য নথিপত্র সত্যায়নের জন্যও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হয়, যা বেশ সময়সাপেক্ষ ও কষ্টকর। নতুন এই উদ্যোগের ফলে সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি
- ‘৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনায় শিবির নেতা সিবগাতুল্লাহ’
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত