ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৭ ১৯:১২:১৪
শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে সানারপাড় থেকে কাঁচপুর পর্যন্ত সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত এই যানজট অব্যাহত ছিল।

হাইওয়ে পুলিশ জানায়, শ্রমিকরা পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এতে দূরপাল্লার ও আঞ্চলিক বাসসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলে কিংবা পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

যানজটে আটকে পড়া যাত্রীদের কেউ কেউ জানান, এক জায়গায় ৩০-৪০ মিনিট ধরে গাড়ি একচুলও নড়ছে না। বিশেষ কাজ নিয়ে বের হলেও সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, “আমরা দ্রুত পরিস্থিতি বুঝে মালিকপক্ষের সঙ্গে কথা বলি এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিই। বর্তমানে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত