ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

শুল্ক ও সাংস্কৃতিক সাফল্যে দুই উপদেষ্টাকে অভিনন্দন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৭ ১৮:০৪:২৩
শুল্ক ও সাংস্কৃতিক সাফল্যে দুই উপদেষ্টাকে অভিনন্দন

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে সফল আলোচনা এবং ‘জুলাই বিপ্লব’-এর অনুষ্ঠানমালা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ দুটি শুভেচ্ছা প্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে আমাদের প্রতিযোগীদের তুলনায় এই হার আমাদের ভালো অবস্থানে রেখেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে আলোচনাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”

তিনি বলেন, “জুলাইয়ের ৩৬ দিনের বিপ্লব কর্মসূচি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সুচারুভাবে পরিচালনা করেছেন। বিশেষ করে ৫ আগস্ট মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণ ছিল অনন্য। তিনি নিজে দাঁড়িয়ে পুরো আয়োজনের তত্ত্বাবধান করেছেন।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত