ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
জামায়াতের প্রতি আহ্বান: ক্ষমা চেয়ে ভোটে আসুন— শামসুজ্জামান দুদু
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ১৯৭১ সালের ‘ভুলের’ জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “১৯৭১-এ আপনারা যে ভুল করেছেন, তা সংশোধনের সুযোগ এখনো আছে। আপনারা এখনো ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। আর যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন, তাহলে সেই ভুল দ্বিগুণ হবে।”
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের অতীত ভূমিকার প্রসঙ্গে দুদু বলেন, “এক সময় আন্দোলনের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সে সময় আপনাদের জনগণের কাছে আসার সুযোগ হয়েছিল। বিএনপি সেই সময় জাতীয় স্বার্থে অনেক কিছু সহ্য করেছে। যদি সেটা মনে রাখেন, তবে এখন গণতন্ত্রে ফেরার এটাই শ্রেষ্ঠ সময়।”
আলোচনায় শামসুজ্জামান দুদু দাবি করেন, বর্তমানে একমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির শেকড় দেশের সর্বস্তরে বিস্তৃত। “যেখানে ১০ জন আছে, সেখানে ৬-৭ জন বিএনপির সমর্থক। আওয়ামী লীগ ছিল, হারিয়ে গেছে। বিএনপি উঠে দাঁড়ালে দেশের নিরাপত্তার জন্য পুলিশ বা মিলিটারি দরকার হবে না—জনগণই দেশ রক্ষা করবে,” বলেন তিনি।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, “আমরা বিশ্বাস করি, ড. ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। বিএনপি এই নির্বাচনী উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে। সরকারও নির্বাচন ঘোষণা করেছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কিছু শক্তি এই নির্বাচন প্রতিহতের হুমকি দিচ্ছে। নির্বাচন না হলে দেশ অনিশ্চয়তায় পড়বে।”
দুদু বলেন, “স্বাধীনতার পর জাতি শেখ মুজিবের কাছ থেকে যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। তাঁর শাসনামলে ৪০ হাজার বিরোধী নেতা নিহত হন, দুর্ভিক্ষে মানুষ মারা যায়। যারা সেই সময় দেখেনি, তারা শুধু বই পড়ে ইতিহাস বুঝতে পারবে না।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদী, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, দেখুন (live)
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড