ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
জামায়াতের প্রতি আহ্বান: ক্ষমা চেয়ে ভোটে আসুন— শামসুজ্জামান দুদু
.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ১৯৭১ সালের ‘ভুলের’ জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “১৯৭১-এ আপনারা যে ভুল করেছেন, তা সংশোধনের সুযোগ এখনো আছে। আপনারা এখনো ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। আর যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন, তাহলে সেই ভুল দ্বিগুণ হবে।”
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের অতীত ভূমিকার প্রসঙ্গে দুদু বলেন, “এক সময় আন্দোলনের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সে সময় আপনাদের জনগণের কাছে আসার সুযোগ হয়েছিল। বিএনপি সেই সময় জাতীয় স্বার্থে অনেক কিছু সহ্য করেছে। যদি সেটা মনে রাখেন, তবে এখন গণতন্ত্রে ফেরার এটাই শ্রেষ্ঠ সময়।”
আলোচনায় শামসুজ্জামান দুদু দাবি করেন, বর্তমানে একমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির শেকড় দেশের সর্বস্তরে বিস্তৃত। “যেখানে ১০ জন আছে, সেখানে ৬-৭ জন বিএনপির সমর্থক। আওয়ামী লীগ ছিল, হারিয়ে গেছে। বিএনপি উঠে দাঁড়ালে দেশের নিরাপত্তার জন্য পুলিশ বা মিলিটারি দরকার হবে না—জনগণই দেশ রক্ষা করবে,” বলেন তিনি।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, “আমরা বিশ্বাস করি, ড. ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। বিএনপি এই নির্বাচনী উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে। সরকারও নির্বাচন ঘোষণা করেছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কিছু শক্তি এই নির্বাচন প্রতিহতের হুমকি দিচ্ছে। নির্বাচন না হলে দেশ অনিশ্চয়তায় পড়বে।”
দুদু বলেন, “স্বাধীনতার পর জাতি শেখ মুজিবের কাছ থেকে যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। তাঁর শাসনামলে ৪০ হাজার বিরোধী নেতা নিহত হন, দুর্ভিক্ষে মানুষ মারা যায়। যারা সেই সময় দেখেনি, তারা শুধু বই পড়ে ইতিহাস বুঝতে পারবে না।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদী, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি
- ‘৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনায় শিবির নেতা সিবগাতুল্লাহ’