ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

মর্গে এক বছরের অপেক্ষা, জুরাইনে ৬ লাশের দাফন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৭ ১৫:৪৫:১৮
মর্গে এক বছরের অপেক্ষা, জুরাইনে ৬ লাশের দাফন

জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত এক নারীসহ মোট ৬ অজ্ঞাত ব্যক্তির মরদেহ প্রায় এক বছর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে মরদেহগুলোর হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

নিহতদের মধ্যে রয়েছেন একজন অজ্ঞাতপরিচয় নারী (৩২) এবং পাঁচজন পুরুষ—যাদের বয়স অনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এদের মধ্যে একজন শর্টগানের গুলিতে নিহত হয়েছেন এবং বাকি পাঁচজনকে ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান। তিনি বলেন, মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

মরদেহ শনাক্তের চেষ্টায় পুলিশ আঙুলের ছাপ সংগ্রহ করতে চাইলেও অধিকাংশ মরদেহের হাতে পচন ধরায় তা সম্ভব হয়নি। ফলে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. ফারুক আহমেদ বলেন, "ময়নাতদন্ত সম্পন্ন করে আদালতের অনুমোদন সাপেক্ষে মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। জুরাইন কবরস্থানে মরদেহগুলো দাফন করা হবে এবং প্রত্যেকটির জন্য একটি করে সিরিয়াল নম্বর সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে ডিএনএ মিলিয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা সম্ভব হয়।"

পুলিশ সূত্রে জানা গেছে, এই ছয়টি মরদেহের মধ্যে তিনটি যাত্রাবাড়ী থানার, একটি পল্টন থানার এবং দুটি শাহবাগ থানার আওতাধীন এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ এক বছর নানা প্রচেষ্টা সত্ত্বেও কেউ তাদের খোঁজ নিতে আসেনি।আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, মরদেহগুলো বৃহস্পতিবার জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত