ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরেই
.jpg)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ‘রোজার আগেই’ ভোটগ্রহণ শেষ করতে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। চিঠিটি পাঠানো হয়েছে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে।
ইসি সূত্রে জানা গেছে, অক্টোবরের মধ্যেই নির্বাচনি প্রস্তুতি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে কমিশনের। ভোটের তারিখ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের প্রস্তুতিও চলছে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) সংশোধন, দলীয় আচরণবিধি এবং প্রযুক্তি ব্যবহারের নানা প্রস্তাব চূড়ান্ত করা হবে।
প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে রয়েছে- পুনরায় ‘না ভোট’ চালু, ICT আইনে দণ্ডিত ব্যক্তিদের প্রার্থীতা বাতিল, সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা, জোটবদ্ধ প্রার্থীদের দলীয় প্রতীকে ভোট নিশ্চিত করা, ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারে ভোট গ্রহণ, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার ঠেকাতে আচরণবিধিতে নতুন ধারা সংযোজন।
২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখের বেশি। নির্বাচনকালে এই সংখ্যা বাড়িয়ে প্রায় ১৩ কোটিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবারই প্রথম প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করতে যাচ্ছে ইসি। এ লক্ষ্যে প্রায় ৪৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৩০০ আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়া ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে আপত্তি গ্রহণ করে তা চূড়ান্ত করা হবে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংগ্রহ শেষ করতে চায় কমিশন। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রায় ৮ লাখ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ইতোমধ্যে ১৭৪ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বজনপ্রীতি রোধে বিভিন্ন পদে রদবদল চালানো হচ্ছে বলেও জানিয়েছেন ইসির সিনিয়র সচিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার