ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

নির্বাচন আয়োজনে যত টাকা লাগবে, তা দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৬ ২০:২০:৩৭
নির্বাচন আয়োজনে যত টাকা লাগবে, তা দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সমস্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সব ধরনের আর্থিক সহযোগিতা নিশ্চিত করবে সরকার।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সুস্পষ্ট আশ্বাস দেন।

এই ঘোষণাটি এলো প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণের ঠিক একদিন পর। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে। অর্থ উপদেষ্টার আজকের বক্তব্য সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারের আর্থিক প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করল।

নির্বাচনের বাজেট ছাড়াও দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর যে শুল্ক আরোপ করেছে, তা আরেকটু কমলে ভালো হতো বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি এও বলেন, "ওরা (যুক্তরাষ্ট্র) যেটা করেছে মোটামুটি। স্বস্তির জায়গা বলব না। তবে অন্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ খুব খারাপ অবস্থানে নেই।" তিনি আশা প্রকাশ করেন, দেশের তৈরি পোশাক ও নিটওয়্যার খাত দ্রুতই এই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ইউএস চেম্বারের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে এবং বাংলাদেশের বিষয়ে তাদের মনোভাব ইতিবাচক।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত