ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
আবু সাঈদ হত্যার ভিডিও 'এআই-নির্মিত': হাসিনার আইনজীবী
.jpg)
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার শুনানিতে আবু সাঈদ হত্যার ভিডিও ফুটেজটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন তার আইনজীবী। বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শী এক সাক্ষীর জবানবন্দি খণ্ডন করার সময় তিনি এই দাবি করেন।
ট্রাইব্যুনাল-১ এ আজ মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুরমু এবং এনটিভির রংপুর প্রতিনিধি এ কে এম মঈনুল হক তাদের জবানবন্দি পেশ করেন। তারা গত বছরের ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দেন।
জবানবন্দিতে তারা আবু সাঈদ হত্যাকাণ্ড এবং এর পূর্বাপর ঘটনাবলীর বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী মো. আমির হোসেন তাদের জেরা করেন।
সাংবাদিক মঈনুল হককে জেরার এক পর্যায়ে অ্যাডভোকেট আমির হোসেন বলেন, "আবু সাঈদ হত্যার যে ভিডিও ফুটেজ উপস্থাপন করা হয়েছে, তা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।" জবাবে সাক্ষী মঈনুল হক এই দাবিকে 'সত্য নয়' বলে উল্লেখ করেন।
সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এই শুনানির পর ট্রাইব্যুনাল মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন। এই মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজন সাক্ষী তাদের জবানবন্দি প্রদান করেছেন।
এর আগে গত ৩ ও ৪ আগস্ট মামলার প্রথম ও দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম সাক্ষী হিসেবে খোকন চন্দ্র বর্মণ এবং দ্বিতীয় দিনে পঙ্গুত্ব বরণকারী শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও চোখ হারানো দিনমজুর পারভীন সাক্ষ্য দেন। তারা জুলাই-আগস্ট আন্দোলনে নিজেদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের জন্য শেখ হাসিনাসহ অন্য আসামিদের দায়ী করে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী হতে রাজি হওয়ায় ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেছেন।
গত ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি
- ‘৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনায় শিবির নেতা সিবগাতুল্লাহ’