ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
ফেব্রুয়ারিতেই নির্বাচন, চ্যালেঞ্জ সত্ত্বেও প্রস্তুত ইসি: সিইসি

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
সিইসি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কিছু চ্যালেঞ্জ থাকলেও ইসির প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার অপেক্ষায় আছেন এবং চিঠি পাওয়ার পর কমিশন আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। ভোটের মাস দুয়েক আগে এই তফসিল ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান।
নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এআই-এর অপব্যবহার আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ।" এ ছাড়া, ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়ানো এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করাও গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের ব্যাপারে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, "আমরা ভোটের মাঠ লেবেল প্লেয়িং করার কাজ করছি। তবে কোনো রাজনৈতিক দল যেন ফাউল করার নিয়ত করে খেলতে না নামে।" তিনি একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনে গণমাধ্যমের ভূমিকার ওপরও গুরুত্ব আরোপ করেন।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং তাদের নেতাদের বিচার চলমান থাকায় আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন যে, আওয়ামী লীগের সমর্থকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, "কে কোন দলের তাদের মনের কথা তো আর আমরা বলতে পারব না। আমাদের মূল ফোকাস থাকবে ভোটার।"
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়। সে অনুযায়ী নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন