ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
৮০ বছর আগের এক বিভীষিকা, কী ঘটেছিল সেদিন!

বিশ্বজুড়ে পারমাণবিক উত্তেজনার প্রেক্ষাপটে আজ (৬ আগস্ট) হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী পালিত হচ্ছে। ১৯৪৫ সালের এই দিনে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে মার্কিন যুদ্ধবিমান ‘এনোলা গে’ হিরোশিমার আকাশে ‘লিটল বয়’ নামের একটি পারমাণবিক বোমা ফেলে। মুহূর্তেই শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
স্মরণ অনুষ্ঠানে কালো পোশাক পরে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং বেঁচে যাওয়া অনেকেই স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পেছনে ছিল সেই ঐতিহাসিক গম্বুজাকৃতির ধ্বংসস্তূপ যা আজও পারমাণবিক ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই তার ভাষণে বিশ্বে সামরিক শক্তি বৃদ্ধির প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত এ ধরনের প্রবণতার বাস্তব উদাহরণ। ইতিহাসের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বদলে তা উপেক্ষা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এসময় বলেন, পারমাণবিক অস্ত্রমুক্ত একটি পৃথিবী গড়ার লক্ষ্যে জাপানের এগিয়ে আসা একটি নৈতিক দায়িত্ব।
হিরোশিমায় ওই এক হামলায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারান- তাৎক্ষণিক বিস্ফোরণ, আগুনের গোলা ও পরবর্তী বিকিরণের কারণে। তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বোমা হামলায় আরও ৭৪ হাজার মানুষ নিহত হন। এর মাত্র কয়েকদিন পর ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বর্তমানে হিরোশিমা ১২ লাখেরও বেশি জনসংখ্যাসম্পন্ন একটি আধুনিক শহর। তবে শহরের পুরনো ক্ষত এখনো অনেকের মনে বেদনার স্মৃতি হয়ে রয়েছে।
এবারের স্মরণ অনুষ্ঠানে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি অংশ নিয়েছে। প্রথমবারের মতো এতে অংশ নেয় তাইওয়ান ও ফিলিস্তিন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত উপস্থিত থাকলেও রাশিয়া ও চীন অংশ নেয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন