ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সাজেকে বিপর্যয়, আটকা শতাধিক পর্যটক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৬ ১১:৫৮:১৩
সাজেকে বিপর্যয়, আটকা শতাধিক পর্যটক

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট ও মাচালং এলাকার সড়কের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ফলে সাজেক ভ্যালির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে সাজেকে অবস্থানরত শতাধিক পর্যটক আটকে পড়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে সীমিত আকারে কিছু পর্যটককে বাঁশের ভেলা ও নৌকার সাহায্যে পারাপারের ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে যাঁরা মোটরসাইকেল নিয়ে এসেছেন তাঁরা কিছুটা ভোগান্তি হলেও ফিরতে পারছেন। কিন্তু ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারী পর্যটকদের এখনই ফিরতে পারার সুযোগ নেই কারণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে গেছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘মঙ্গলবার মাচালং বাজারসংলগ্ন সড়কের ওপর ৫ থেকে ৬ ফুট পানি উঠেছিল। বর্তমানে পানি কিছুটা কমলেও যান চলাচলের উপযোগী হয়নি। আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়কটিও পানিতে তলিয়ে গেছে।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ‘গতকাল মাচালং এলাকায় সড়ক পানির নিচে চলে গিয়েছিল। আজ আবার বাঘাইহাট অংশও তলিয়ে গেছে। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভালো রয়েছে, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি উন্নতি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আটকে পড়া পর্যটকদের যাতে কোনো ভোগান্তিতে না পড়তে হয় সে জন্য সাজেকের হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’

পরিস্থিতি স্বাভাবিক হতে আবহাওয়ার উন্নতির ওপর নির্ভর করছে। পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত