ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ওষুধ আমদানিতে চড়া শুল্কের পথে ট্রাম্প

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ০৫ ২০:৩৬:১২
যুক্তরাষ্ট্রে ওষুধ আমদানিতে চড়া শুল্কের পথে ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা ওষুধের ওপর ২৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী এক বছর থেকে দেড় বছরের মধ্যে ধারবাহিকভাবে এই শুল্কহার বাড়ানো হবে।

তিনি মঙ্গলবার (৫ আগস্ট) বিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,“এক থেকে দেড় বছরের মধ্যে ওষুধ আমদানিতে শুল্ক ১৫০ শতাংশে যাবে। এরপর তা বাড়িয়ে ২৫০ শতাংশ করা হবে। কারণ আমরা আমাদের দেশে তৈরি ওষুধ চাই।”তবে শুল্কের প্রাথমিক হার ঠিক কত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ট্রাম্প আরও জানান, তিনি ইতোমধ্যে ১৭টি বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাজারে ওষুধের দাম কমাতে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।ওষুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চিঠিগুলো পর্যালোচনা করছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, তিনি "আগামী সপ্তাহে বা তার কাছাকাছি সময়ে" সেমিকন্ডাক্টর ও চিপস আমদানির ওপরও নতুন শুল্ক আরোপের ঘোষণা দেবেন। তবে এ বিষয়েও তিনি বিস্তারিত তথ্য দেননি।বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী বছর সামনে রেখে ট্রাম্পের এই উদ্যোগ মূলত মার্কিন উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে এবং আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা কমাতে নেওয়া হচ্ছে। তবে ওষুধের মতো গুরুত্বপূর্ণ খাতে শুল্ক আরোপের বিষয়টি ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত