ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
ইতিহাস বদলে দেওয়া গণ-অভ্যুত্থান দিবস আজ
.jpg)
আজ ৫ আগস্ট, গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতা, শ্রমিক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের অভূতপূর্ব গণআন্দোলনের মুখে দেশত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। সরকার দিনটিকে ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। দিনটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গত বছরের ১ জুলাই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে গণপ্রতিরোধের সূচনা তৈরি হয়েছিলো, তা দ্রুতই ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানে রূপ নেয়। পুলিশের গুলি, ব্যাপক গ্রেফতার, আওয়ামী লীগের সশস্ত্র হামলার মধ্যেও পিছু হটেনি ছাত্রজনতা। ৫ আগস্ট লাখো মানুষ কারফিউ ভেঙে গণভবন অভিমুখে রওনা দিলে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে পলায়ন করেন তিনি।
৬ আগস্ট বঙ্গভবনের এক ঘোষণায় রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির ঘোষণা দেন। এর মাধ্যমে অবসান ঘটে একদলীয় কর্তৃত্ববাদী শাসনের, যার পেছনে ছিল ভারতের সরাসরি সমর্থন। জাতিসংঘের ওএইচসিএইচআরের তথ্যমতে, এই অভ্যুত্থানকালে সরকারবিরোধী দমন অভিযানে নিহত হয় ১,৪০০ জন, যাদের মধ্যে ১১৮ জন শিশু। আহত হন প্রায় ১২ হাজার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, “গণ-অভ্যুত্থান ছিল তরুণ প্রজন্মের ফ্যাসিবাদবিরোধী জাগরণের প্রতীক। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পুনরুদ্ধার করেছি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ক্ষমতায়ন।”
ড. ইউনূস বলেন, “এই ঐতিহাসিক দিনে আমরা স্মরণ করছি সাহসী জুলাই যোদ্ধাদের। তাদের রক্ত ও আত্মত্যাগে অর্জিত হয়েছে এক নতুন স্বপ্ন—একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার।”
দিবসটি স্মরণে আজ ও আগামীকাল দেশজুড়ে র্যালি করছে বিএনপি। ঢাকায় আগামীকাল বিকাল ২টায় নয়াপল্টন থেকে কেন্দ্রীয় বিজয় র্যালি বের হবে।জামায়াতে ইসলামী আজ সকাল ১০টায় মহাখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররমে আয়োজন করেছে দিনব্যাপী কর্মসূচির।বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট।
আজকের দিনটি কেবল একটি সরকারের পতনের স্মৃতি নয়, এটি নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনার প্রতীক—এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস