ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

গণ-অভ্যুত্থান দিবসে ঢাবি শিবিরের সাইকেল র‌্যালি

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ০৫ ১২:১৯:২৯
গণ-অভ্যুত্থান দিবসে ঢাবি শিবিরের সাইকেল র‌্যালি

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভবন অভিমুখে সাইকেল র‌্যালি করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। আজ ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) ভোরে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের তাৎপর্য স্মরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে র‌্যালিটি আয়োজন করা হয় বলে জানায় ঢাবি শিবির। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবনে গিয়ে আবার অন্য সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বাংলাদেশ ও মজলুম ফিলিনিস্তের পতাকা বহন, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা। এই র‌্যালির মধ্য দিয়ে দিয়ে ঢাবি শিবিরের তিনদিনব্যাপী কর্মসূচি শুরু হলো।

র‌্যালিতে ঢাবি শিবিরের শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ, হোসাইন আহমাদ জোবায়ের, বর্তমান সভাপতি এসএম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান ও প্রচার সম্পাদক মেফতাহুল মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত