ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলাদেশিদের অভিনব কায়দায় ‘হত্যা’ করছে ভারত
ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ধরনে পরিবর্তন এসেছে বলে অভিযোগ করেছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। আগে যেখানে গুলি করে হত্যা ছিল প্রধান কৌশল। এখন সেই জায়গায় এসেছে আরও নিষ্ঠুর ও নির্দয় পদ্ধতি। তাদের অভিযোগ এখন বাংলাদেশিদের বৈদ্যুতিক শক, দেশীয় অস্ত্রের আঘাত কিংবা অ্যাসিডে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এরপর মরদেহ ফেলে দেওয়া হচ্ছে পদ্মা নদীতে।
এমনই একটি মর্মান্তিক ঘটনার শিকার হন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকার মোহাম্মদ লালচান (২৫)। গত ২০ জুলাই ভোরে সীমান্ত পিলার ১৬/৫-এর কাছ থেকে তাকে আটক করে বিএসএফ। পরে তার মরদেহ পদ্মা নদীতে পাওয়া যায়। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে নাচোলের নেজামপুর গ্রামে দাফন করেন।
পরবর্তী সময়ে ১ আগস্ট রাজশাহীর গোদাগাড়ীর ফুলতলা ঘাটে সৈয়বুর নামে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত দেহ পদ্মায় ভেসে ওঠে। আর ২ আগস্ট মাসুদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে অ্যাসিডে পুড়িয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।
এইসব ঘটনায় সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করছে।
স্থানীয়দের অভিযোগ, ভারতীয় কিছু চক্র সস্তায় গরু দেওয়ার কথা বলে বাংলাদেশিদের সীমান্তের কাছে ডেকে নেয়। পরে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় আর হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান বলেন, ‘জন্ম থেকে দেখে আসছি সীমান্তে বিএসএফ কাউকে পেলেই গুলি করে। শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এখন আর গুলি করছে না। এখন বৈদ্যুতিক শক, কুপিয়ে ও অ্যাসিডে পুড়িয়ে হত্যা করছে।’
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, ‘নদী থেকে উদ্ধার তিনটি মরদেহেই মারাত্মক নির্যাতনের চিহ্ন রয়েছে।’
স্থানীয় রাকিবুল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকার ২৫ কিলোমিটার অঞ্চল এখন ভয়ংকর। নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা হত্যার শিকার হচ্ছেন। আগের মতো গুলি নয় বরং নির্যাতন করে নদীতে ফেলে দেওয়া হচ্ছে মরদেহ।’
নিহত সেলিম রেজার দুলাভাই আজিম উদ্দিন বলেন, ‘গত বৃহস্পতিবার নদীতে মাছ ধরতে গিয়ে সেলিম ও আরও একজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে শনিবার নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। মরদেহে দেশীয় অস্ত্রের আঘাত ছিল।’
স্থানীয় ইউপি সদস্য সমির উদ্দিন জানান, ‘বিএসএফের নির্যাতনের মাত্রা বেড়েছে। মুসলিমদের প্রতি তাদের ক্ষোভ স্পষ্ট। নিহতদের মধ্যে একজনের দাড়ি ছিল, তাকেই বেশি নির্যাতন করা হয়েছে।’
এ সম্পর্কে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহদুম রিংকু বলেন, ‘মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। তবে আইনি ব্যবস্থা নিতে গেলে স্বজনদের অভিযোগ প্রয়োজন। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত