ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
‘উচ্চকক্ষ বিএনপির দেওয়া প্রস্তাব, ৩১ দফায়ও উল্লেখ আছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া এবং দলের ৩১ দফা কর্মসূচির মধ্যেও এ প্রস্তাবের উল্লেখ রয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বিএনপির পক্ষ থেকেই এসেছে এবং এটি দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি মনে করেন, জাতির অভিজ্ঞ ও বিশিষ্টজনদের সমন্বয়ে একটি কার্যকর ও সমৃদ্ধ উচ্চকক্ষ গঠন সময়ের দাবি।
সালাহউদ্দিনের মতে, সংসদের নিম্নকক্ষে পাস হওয়া বিষয়গুলো উচ্চকক্ষে আলোচনার জন্য উপস্থাপন করা হবে, তবে সংবিধান সংশোধন বিষয়টি শুধুমাত্র সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ন্ত্রিত নিম্নকক্ষেই চূড়ান্ত হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কেউ কেউ প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির পক্ষে অবস্থান নিচ্ছেন শুধু সংবিধান সংশোধন প্রক্রিয়াকে জটিল করে তোলার জন্য। তারা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে অনির্বাচিত একটি কাঠামোর হাতে তুলে দিতে চায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বাধা হতে পারে।
তিনি আরও বলেন, কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, ন্যায়পালে নোট অব ডিসেন্টসহ অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে। এসব প্রতিষ্ঠানে বিদ্যমান আইনে শক্তিশালী করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাবনাও ছিল বিএনপির।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) দুর্নীতির অন্যতম উৎস ছিল ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা। ভাইভা পরীক্ষায় নম্বর দেওয়ার সুযোগ থাকায় সেখানে স্বচ্ছতা বিঘ্নিত হয়েছে। তিনি বয়সসীমা নির্ধারণ না করার পরামর্শ দেন, যাতে যোগ্য প্রার্থীরা সুযোগ পান।
জাতীয় সনদের খসড়া প্রসঙ্গে তিনি বলেন, এতে কিছু শব্দ সংশোধন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা জাতীয় সনদের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত থাকবে।
সালাহউদ্দিন জানান, প্রস্তাবিত জাতীয় সনদে প্রধান উপদেষ্টা-সহ সব রাজনৈতিক দলের স্বাক্ষরের মাধ্যমে এটিকে একটি সর্বজনীন ও প্রায় সার্বভৌম বৈধতা দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ২৪ জুলাই : শেয়ারবাজারের সেরা ১০ খবর
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি