ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
জোরালো হচ্ছে ট্রুডো-কেটির প্রেমের গুঞ্জন

এক সময়ের বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও খ্যাতনামা মার্কিন পপ তারকা কেটি পেরির নাম একসঙ্গে উচ্চারিত হওয়ায় অবাক হওয়ার কিছু নেই। তবে সম্প্রতি কানাডার মন্ট্রিয়লে একটি বিলাসবহুল রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে নতুন করে আলোচনায় এসেছে তাদের ঘনিষ্ঠতা।
সোমবার মন্ট্রিয়লের ওই রেস্তোরাঁয় কেটি পেরিকে জাস্টিন ট্রুডোর সঙ্গে খাবার খেতে দেখা গেছে। এর পর থেকে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে। আগেও এ ধরনের গুঞ্জন শোনা গেলেও এবার প্রকাশ্যে এসেছে ভিডিও। এতে দেখা যায় টেবিলের ওপর ঝুঁকে ট্রুডোর সঙ্গে আলাপ করছেন কেটি পেরি। দুজনেই ছিলেন বেশ মনোযোগী ও স্বচ্ছন্দ।
এ বিষয়ে কেটি পেরি কিংবা ট্রুডোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের জুনে কেটি পেরির সঙ্গে তার দীর্ঘদিনের সঙ্গী অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে আসে। তাদের একমাত্র কন্যা ডেইজি ডাভের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।
এর আগে ২০২৩ সালের আগস্টে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটানোর ঘোষণা দেন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ট্রুডো লেখেন, ‘দীর্ঘ আলোচনা ও ভাবনার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এই দম্পতির জেভিয়ার (১৭), এলা গ্রেস (১৬) ও হাদ্রিয়েন (১১) নামে তিন সন্তান রয়েছে।
সবমিলিয়ে ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া এই দুই তারকার সাম্প্রতিক সাক্ষাৎ স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান