ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
সংস্কার শেষ করে সনদ ঘোষণা করুন: মির্জা ফখরুল
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সংস্কার সম্পন্ন করে ‘জুলাই সনদ’ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিন।”
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন ।শফিউল বারী বাবু স্মৃতি সংসদের আয়োজন এতে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, “আজকে কাগজে দেখলাম, ১২টি মৌলিক বিষয়ের পরিবর্তনে সব দল একমত হয়েছে—এটা অত্যন্ত ইতিবাচক। এজন্য আমি ড. আলী রীয়াজকে ধন্যবাদ জানাই।আমাদের বিরুদ্ধে অনেকে অভিযোগ তোলে আমরা নাকি সংস্কার চাই না। অথচ সংস্কারের ধারণাটা তো এসেছে আমাদের থেকেই। আমরা সংস্কারকে ভয় পাই না, বরং স্বাগত জানাই।”
প্রতিনিধিত্বমূলক পদ্ধতি (পিআর) নিয়ে তিনি বলেন,“পিআর পদ্ধতি এ দেশের সাধারণ মানুষ বোঝেই না। যারা ইভিএমে ভোট দিতে পারে না, তারা কীভাবে পিআর বুঝবে ? এটা কিছু রাজনৈতিক দল শুধু প্রমোটই করছে না, বরং শর্ত দিয়ে বসে আছে—এটা ছাড়া নির্বাচনে যাবে না।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“এ দেশের মানুষ যেটা বোঝে, যেটাতেই অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থাই করুন। মানুষের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে যাক—এটাই নিয়ম হওয়া উচিত। বাইরের চিন্তা দিয়ে নয়, অভ্যন্তরীণ সমাধানই এই সংকট থেকে পথ দেখাবে।”মির্জা ফখরুল বলেন,“আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যেই আলোচনায় সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে। জনগণকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন।”
স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা প্রয়াত শফিউল বারী বাবু’র আদর্শ, ত্যাগ ও রাজনৈতিক দর্শনের স্মৃতিচারণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)