ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সংস্কার শেষ করে সনদ ঘোষণা করুন: মির্জা ফখরুল 

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৯ ১৭:৫৮:২৯
সংস্কার শেষ করে সনদ ঘোষণা করুন: মির্জা ফখরুল 

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সংস্কার সম্পন্ন করে ‘জুলাই সনদ’ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিন।”

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন ।শফিউল বারী বাবু স্মৃতি সংসদের আয়োজন এতে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, “আজকে কাগজে দেখলাম, ১২টি মৌলিক বিষয়ের পরিবর্তনে সব দল একমত হয়েছে—এটা অত্যন্ত ইতিবাচক। এজন্য আমি ড. আলী রীয়াজকে ধন্যবাদ জানাই।আমাদের বিরুদ্ধে অনেকে অভিযোগ তোলে আমরা নাকি সংস্কার চাই না। অথচ সংস্কারের ধারণাটা তো এসেছে আমাদের থেকেই। আমরা সংস্কারকে ভয় পাই না, বরং স্বাগত জানাই।”

প্রতিনিধিত্বমূলক পদ্ধতি (পিআর) নিয়ে তিনি বলেন,“পিআর পদ্ধতি এ দেশের সাধারণ মানুষ বোঝেই না। যারা ইভিএমে ভোট দিতে পারে না, তারা কীভাবে পিআর বুঝবে ? এটা কিছু রাজনৈতিক দল শুধু প্রমোটই করছে না, বরং শর্ত দিয়ে বসে আছে—এটা ছাড়া নির্বাচনে যাবে না।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“এ দেশের মানুষ যেটা বোঝে, যেটাতেই অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থাই করুন। মানুষের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে যাক—এটাই নিয়ম হওয়া উচিত। বাইরের চিন্তা দিয়ে নয়, অভ্যন্তরীণ সমাধানই এই সংকট থেকে পথ দেখাবে।”মির্জা ফখরুল বলেন,“আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যেই আলোচনায় সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে। জনগণকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন।”

স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা প্রয়াত শফিউল বারী বাবু’র আদর্শ, ত্যাগ ও রাজনৈতিক দর্শনের স্মৃতিচারণ করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত